সব আলো কেড়ে নিচ্ছেন উর্বশী!: ওরি


তামান্না হাবিব নিশু: , আপডেট করা হয়েছে : 16-04-2025

সব আলো কেড়ে নিচ্ছেন উর্বশী!: ওরি

উর্বশী রৌতেলা এক দিকে, অন্য দিকে ওরহান অবত্রামণি ওরফে ওরি। সমাজমাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল দুই তারকা। উর্বশীর আত্মতুষ্টি নিয়ে হাসাহাসি নেটপাড়ায়। প্রচারের আলো ছিনিয়ে নিতে ওস্তাদ ওরিও। যাকে বলে সেয়ানে সেয়ানে টক্কর।

চলতি বছর উর্বশীর জন্মদিনের পার্টি আয়োজন করা হয়েছিল দুবাইয়ের একটি পানশালায়। তখন সদ্য মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘ডাকু মহারাজ’ ছবিটি। ‘দাবিড়ি দিবিড়ি’ নাচও ভাইরাল তত দিনে। নায়িকার জন্মদিনে এই গানে তাঁকে সঙ্গে নিয়ে নাচছিলেন ওরি। হঠাৎ উর্বশীকে এক ধাক্কা দেন ওরি। গোটাটাই করেছিলেন ইচ্ছাকৃত ভাবে। কোন রাগের প্রতিশোধ নিচ্ছেন ওরি?

বিভিন্ন সাক্ষাৎকারে যেমন উর্বশীকে দেখা যায় নিজের ঢাক নিজেই পেটান, তা নিয়ে সমাজমাধ্যমে সমালোচনা কম হয় না। ব্যক্তিগত জীবনেও সেই একই ভাবে নিজের পিঠ চাপড়ে দেন নিজেই। এর প্রেক্ষিতেই ওরি দাবি করেন, উর্বশী নিজের ‘স্পটলাইট’ নিয়ে ঘোরেন। কোনও আইফোনের আলো নয় কিংবা পানশালার স্পটলাইট নয়, নিজের উপর আলো ফেলার সব ধরনের বন্দোবস্ত রাখেন নিজের সঙ্গে। সে সব দেখে হিংসা হয় ওরির। আশঙ্কায়ও ভোগেন— উর্বশী সব আলো কেড়ে নিলে ওরির কী হবে? তাঁর কথায়, “আমি প্রথম বিশ্বাস করতে পারছিলাম না যে কেউ এমন করতে পারে। উর্বশী নিজের স্পটলাইট নিয়ে ঘোরে। স্বাভাবিক ভাবেই সেটা দেখে আমার মনে হয় ও তো সব আলো কেড়ে নিল। এতটাই ঝলমলে হয়ে থাকলে যে আমার ঔজ্জ্বল্য কেউ দেখতেই পাবে না। সেই কারণে নিজের গানে যখন নাচছিলেন সেই সময় এক ধাক্কা দিই। পা নড়ে যায় উর্বশীর। কিন্তু এই প্রতিশোধ নিতেই হত।”


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]