লালপুরে কৃষকদের মাঝে পাটের বীজ ও সার বিতরণ


লালপুর (নাটোর) প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 16-04-2025

লালপুরে কৃষকদের মাঝে পাটের বীজ ও সার বিতরণ

নাটোরের লালপুরে “সোনালি আশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে পাটের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ২ হাজার ২শত পাট চাষীদের মাঝে পাটের বীজ ও সার বিতরণ করা হয়। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিমু খাতুন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]