জাতীয় নাগরিক পার্টির কর্মীদের ওপর হামলা, বিক্ষোভ


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 16-04-2025

জাতীয় নাগরিক পার্টির কর্মীদের ওপর হামলা, বিক্ষোভ

রাজধানীর মিরপুরের রূপনগর থানা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মীদের ওপর হামলা হয়েছে। সোমবার রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এস আই টুটুল ও তাঁর সহযোগীরা এই হামলা করেছেন বলে অভিযোগ করেছে এনসিপি। হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির মিরপুর অঞ্চলের নেতাকর্মীরা। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি জানিয়েছে, সোমবারের হামলায় দলের প্রতিনিধি শরিফুল ইসলাম ও শামীম আহমেদ গুরুতর আহত হয়েছেন।

তাঁরা দুজন রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া হামলায় গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহিন আহমেদসহ আরও ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবারের বিক্ষোভ মিছিলে এনসিপির মিরপুরের বিভিন্ন থানার প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা অংশগ্রহণ করেন। বিকেল ৫টায় মিরপুর ১০ নম্বর গোল চত্বরে নেতা–কর্মীরা জড়ো হয়ে স্লোগান ও বক্তব্য দেন।

বক্তব্যে নেতা–কর্মীরা সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

এনসিপি নেতাদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক দলের নেতা এস আই টুটুল মঙ্গলবার রাতে গণমাধ্যমকে বলেন, সোমবার রাতে তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পান একটি মেয়ের সঙ্গে ছয়টি ছেলে একটি জায়গায় জটলা পাকিয়ে তর্ক-বিতর্ক করছে। পরে তিনি বুঝতে পারেন, ওই মেয়েটির সঙ্গে দুটি ছেলের সম্পর্ক, এটি নিয়েই মূলত তাদের ভেতরে তর্ক–বিতর্ক হচ্ছে। ওই মেয়ের একজন প্রেমিককে অন্য ছেলেরা মারধর করছেন, উনি নিজের এলাকা বিবেচনায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন।

ঘটনা এতটুকুই দাবি করে এস আই টুটুল বলেন, ‘এটাকে এখন নানা রং চড়িয়ে বিভিন্ন গল্প বলা হচ্ছে। এমন কোনো কাজ করি নাই, যার জন্য আমার বিরুদ্ধে কর্মসূচি পালন করতে হবে।’


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]