মান্দায় ৮২ লক্ষ টাকার এইচবিবি করণ প্রকল্পে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ


অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ , আপডেট করা হয়েছে : 15-04-2025

মান্দায় ৮২ লক্ষ টাকার এইচবিবি করণ প্রকল্পে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নওগাঁর মান্দায় কাঁশোপাড়া ইউনিয়নের কাঁশোপাড়া গ্রামের রমজানের বাড়ি থেকে সাত্তারের বাড়ি পর্যন্ত এক হাজার মিটার রাস্তা এইচবিবি করণ প্রকল্পে নিম্নমানের ইট  ব্যবহারের কাজ চলমান অবস্থায় রাস্তা ডেবে যাওয়ার অভিযোগ এলাকাবাসী'র। 

অনুসন্ধানের জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও মন্ত্রণালয়ের গ্রামীণ রাস্তা সমূহ টেকসই করণের লক্ষে হেরিং বোন বন্ড (এইচ বিবি) করণ দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় সংশোধন প্রকল্পের ২০২৪-২৫ অর্থ বছর এর ৮২ লক্ষ ১১ হাজার টাকায় এক হাজার মিটার রাস্তার কাজ পায় নওগাঁ'র সদর উপজেলার চকদেব ডাক্তার পাড়ার শেখ মোহাম্মদ আজিজুল হক তিনি কাজ পাওয়ার পর সাফ ঠিকাদার নিয়োগ দেন মান্দা উপজেলার আফিফ এন্টারপ্রাইজ এর আতিক নামে এক ব্যক্তিকে। তিনি কাজ পাওয়ার পর থেকেই কাজে নিম্ন মানের ইট দিয়ে কাজ করার অভিযোগ।

এই বিষয়ে এলাকাবাসী'র সাথে কথা হলে তারা জানান, আতিক নিজ হওয়ার কারণে তার ভয়ে মুখ খুলতে কেউ রাজি নয়। কাজ শুরুতেই ইট নিম্ন মানের হওয়ার এলাকার কিছু লোকজন ব্যধা দিতে গেলে তাদেরকে হুমকি ধামকি ও মামলার ভয় দেখান সাফ ঠিকাদার আতিক সে জন্য তার ভয়ে কেউ নতুন করে কথা বলতে রাজি নয়। 

এই বিষয়ে অভিযুক্ত সাফ ঠিকাদার আতিক এর সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজের অনিয়ম বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনারা আমার সাইডে গেছেন সমস্যা সবাই গিয়ে ছবি নিচ্ছে আপনিও নিবেন। ছবি নিয়ে কি আর করবেন যা মন চায় করেন আমার কোন সমস্যা নেই।

মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আইও) আরিফুল ইসলাম, অফিসে না থাকায় মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজের বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি নয়। 


মান্দা উপজেলা নির্বাহি অফিসার শাহ্ আলম মিয়া বলেন, নিম্ন মানের কাজ হওয়ার কথা নয়। কাজ তো ঠিকাদার করতেছে ঠিকাদারকে ধরতে হবে। ঠিক আছে আমি এই বিষয়ে জানি কেবল জানাম খোঁজ নেই। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]