রূপের রহস্য জানালেন মডেল প্রিয়াঙ্কা


বিনোদন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 14-04-2025

রূপের রহস্য জানালেন মডেল প্রিয়াঙ্কা

দেশের শোবিজ অঙ্গনে অন্যতম পরিচিত মুখ তিনি; বলছি মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের কথা। কখনো নানা অবতারে নিজেকে মেলে ধরেন, সৌন্দর্যের আগুনের তাপ ছড়িয়ে দেন ভক্তদের মনে। পাশাপাশি উপস্থাপনা, অভিনয়সহ নিজেকে নানা কাজে ব্যস্ত রাখেন তিনি। 

তবে শুধু ক্যামেরার সামনে এসে দর্শকদের মনোরঞ্জনই করেন না প্রিয়াঙ্কা। ব্যক্তিগত জীবন নিয়েও তার দায়িত্ব অনেক। বিশেষ করে নিজের ধর্মীয় দায়িত্ব নিয়মিত পালন করতে অলসতা নেই তার। কাজেই পাঁচ ওয়াক্ত নামাজ-রোজার মধ্যে থাকেন, বাদ দেন না তাহাজ্জুদও।

এই অভিনেত্রী মনে করেন, নিয়মিত নামাজের মধ্যে থাকেন বলেই নিজের রূপ ধরে রাখতে পারেন তিনি। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, একটি ইভেন্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলছেন প্রিয়াঙ্কা।

সেখানে নিজের রূপের রহস্য প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার সৌন্দর্যের পেছনে বিশেষ কিছু নেই। আমি ভালো মন নিয়ে সবার সঙ্গে চলার চেষ্টা করি। তাহাজ্জুদ ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। আমার বিশ্বাস, যে নামাজ পড়ে, তার চেহারায় এমনিতেই একটা নূর চলে আসে, সৌন্দর্য ফুটে ওঠে।’

২০১৩ সালে ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে প্রিয়াঙ্কা জামানের। এরপর বিভিন্ন নাটকে কাজ করা শুরু করতে থাকেন। চলচ্চিত্রে এসে মনোয়ার হোসেন ডিপজল, বাপ্পী দের সঙ্গেও কাজ করেছেন প্রিয়াঙ্কা। যদিও বিভিন্ন কারণে সেই গতির ধারা আর থাকেনি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]