১৪ বিজিবি পত্নীতলার অভিযানে মাদকদ্রব্য সহ আটক ২


আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : , আপডেট করা হয়েছে : 09-04-2025

১৪ বিজিবি পত্নীতলার অভিযানে মাদকদ্রব্য সহ আটক ২
১৪ বিজিবি পত্নীতলা পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দুজনকে আটক করেছে।

বুধবার ১৪ বিজিবি পত্নীতলার প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার গভীর রাতে ১৪ বি‌জি‌বির কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল টীম সীমান্ত পিলার ২৭৭/৬-এস হতে আনুমানিক ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কল্যাণপুর মাওয়ালী পাড়া গ্রামের মাঠের মধ্যে অভিযান চা‌লিয়ে ৫১৩ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১টি মোবাইল এবং ২টি সিম কার্ডসহ নাসিম হোসেন (২৫) নামে ১জন চোরাকারবারীকে আটক করেছে। যার সিজার মূল্য- ২ লক্ষ ৭হাজার ২শ টাকা।

আটক না‌সিম হোসেন জয়পুরহাট এর রামকৃষ্ণপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। 

এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে ৩জন চোরাকারবারী পালিয়ে যায়। আটক ও পলাতক আসামীর বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

অপর‌দিকে একই দিন বুধবার ভোর রাতে ১৪ বি‌জি‌বির বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক বাদশা আলমগীরের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৬৩/১-এস হতে আনুমানিক ৭শ গজ বাংলাদেশের অভ্যন্তরে চককালু গ্রামের টুটিকাটা খাড়ির ব্রীজের উপর অভিযান চা‌লিয়ে ১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১০ পিস Buprenophine ইনজেকশন সহ আকরাম বাবু (২৬) নামে ১জন চোরাকারবারীকে আটক করেছে। যার সিজার মূল্য- ৩ হাজার ৫শ টাকা।

আটক আকরাম বাবু ধামইরহাটের মালাহার গ্রামের লুৎফর রহমানের ছেলে। আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। 

সংবাদ বিজ্ঞ‌প্তিতে ১৪ বি‌জি‌বি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস এর বরাত দিয়ে আরো জানানো হয়, ১৪ বি‌জি‌বির অধীন নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান বিরোধী অভিযান বৃদ্ধিসহ সর্বাত্বক অভিযান অব্যাহত থাকবে।

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]