ফিলিস্তিনকে রক্ষা করা মুসলিম জাতির ঈমানি দায়িত্ব!


হাফিজ মাছুম আহমদ দুধরচকী: , আপডেট করা হয়েছে : 08-04-2025

ফিলিস্তিনকে রক্ষা করা মুসলিম জাতির ঈমানি দায়িত্ব!

ফিলিস্তিনের মুক্তি এখন কূটনৈতিক ইস্যু নয়, বরং মুসলিম উম্মাহর ঈমানি দায়িত্ব— এ কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

মঙ্গলবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ ভূমিকা ও ইসরাইলবিরোধী আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন।  

দুধরচকী বলেন, ইসরাইল আজ নগ্ন গণহত্যা চালাচ্ছে, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম নেতৃত্বের নিষ্ক্রিয়তা এই অপরাধকে বাড়িয়ে দিচ্ছে। শিশু, নারী, বৃদ্ধ— কাউকেই রেহাই দিচ্ছে না ইহুদিবাদী সন্ত্রাসীরা। মুসলিমরা যদি এখনও জাগ্রত না হয়, ইতিহাস তাদের ক্ষমা করবে না।  

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ফিলিস্তিনের বিজয় অদূরেই। আল-কুদস ও আকসা মসজিদের মর্যাদা রক্ষার লড়াই শুধু ফিলিস্তিনিদের নয়, গোটা মুসলিম উম্মাহর।

বিশ্বনেতাদের প্রতি তাঁর আহ্বান, ইসরাইলকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করুন, তাদের মিত্রদের মুখোশ খুলে ধরুন। পাশাপাশি ইসরাইল ও তাদের মিত্রদের পণ্য বর্জনের মাধ্যমে অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে হবে।  

কদমতলী মাজার জামে মসজিদ সিলেটের সাবেক ইমাম ও খতীব হাফিজ মাছুম আহমদ দুধরচকী, জনগণের প্রতি সংহতি প্রকাশে সক্রিয় ভূমিকা রাখারও পরামর্শ দেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]