২০২৫ সালের হজের প্রথম ফ্লাইট ২৯ এপ্রিল


ধর্ম ডেস্ক: , আপডেট করা হয়েছে : 08-04-2025

২০২৫ সালের হজের প্রথম ফ্লাইট ২৯ এপ্রিল

এবছর পবিত্র হজের প্রথম ফ্লাইট ২৯ এপ্রিল সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জানানো হয়।  

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, অনলাইন প্লাটফর্মে বাড়িভাড়ার রিকোয়েস্ট সাবমিট ও উক্ত রিকোয়েস্ট অনুমোদন না হওয়ায় ১০ হাজার ৪৮৭ জন হজ যাত্রী যেতে না পারার শঙ্কায় ধর্ম মন্ত্রণালয়। তবে কোনো এজেন্সির অবহেলা বা গাফলতির কারণে হজযাত্রী না যেতে পারলে সেই দায় এজেন্সির। 

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা গেছে, ২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় থাকছেন ৫,২০০ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন। 

সরকারি হজ প্যাকেজ ২০২৫: চলতি বছর হজের খরচ গত বছরের তুলনায় ১ লাখ টাকার বেশি কমানো হয়েছে। সরকার দুটি প্যাকেজ ঘোষণা করেছে: প্যাকেজ-১: মসজিদুল হারাম থেকে ৩ কিমি দূরত্বে আবাসন খরচ: ৪,৭৮,২৪২ টাকা। প্যাকেজ-২: মসজিদুল হারাম থেকে ১.৫ কিমি দূরত্বে আবাসন। খরচ: ৫,৭৫,৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৪,৮৩,১৫৬ টাকা। 

এবারের হজ প্যাকেজ নির্ধারণে সৌদি রিয়ালের মান ধরা হয়েছে ৩২.৫০ টাকা, যেখানে গত বছর ছিল ২৯.৭৪ টাকা। ফলে সৌদি অংশের কিছু খরচ বাড়লেও, সামগ্রিকভাবে হজের খরচ কমানো সম্ভব হয়েছে। 

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার হজ ফ্লাইট ও যাত্রী ব্যবস্থাপনায় উন্নত প্রযুক্তি ও সেবা নিশ্চিত করা হয়েছে। জেদ্দা ও মদিনায় এবং ঢাকায় হজ অফিসে পর্যাপ্ত জনবল নিয়োগ করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও অন্যান্য ফ্লাইট অপারেটররা নির্ধারিত সময় অনুযায়ী প্রাক-হজ ও পোস্ট-হজ ফ্লাইট পরিচালনা করবে। এ বছর মোট ১,২৭,১৯৮ জন মুসল্লি হজে অংশ নেওয়ার সুযোগ পাবেন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫,০০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১,১২,১৯৮ জন যাবেন। 

প্রসঙ্গত, হিজরি ১৪৪৬ সনের ৯ জিলহজ, অর্থাৎ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ বা ৫ জুন ২০২৫ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]