শুক্রবার (৪ এপ্রিল) গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েল হামলায় ৫৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকে ইজ়রায়েলি হানায় ১১২ জন প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু গাজ়া শহরেই ৭১ জন নিহত হয়েছেন। যার মধ্যে বেশির ভাগ শিশু, মহিলা এবং বৃদ্ধ-বৃদ্ধা।
অন্য দিকে, এক প্যালস্টাইনি আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ইজ়রায়েল পুরোপুরি সেনা প্রত্যাহার করলে হামাস ৫৯ জন পণবন্দিকেই মুক্তি দেবে বলে ঘোষণা করেছে। হামাসের হাতে এখনও বন্দি ওই ৫৯ জনের মধ্যে ২৪ জন জীবিত বলে মনে করা হচ্ছে।
গাজ়ায় সম্প্রতি ইজ়রায়েল হামলার তীব্রতা বাড়ানোয় হামাসের এই সিদ্ধান্ত বলে জানান তিনি। তবে এই প্রস্তাব ইজ়রায়েল গ্রহণ করেছে কিনা সে বিষয়ে সদুত্তর মেলেনি। হামাসও কোনও বিবৃতি দেয়নি। এক প্যালেস্টাইনি কর্তার কথায়, ‘‘আমাদের আর কোনও উপায় নেই। গাজ়ার অবস্থা ভয়াবহ। আমরা ক্লান্ত। এদিকে নেতানিয়াহু সরকার যুদ্ধ থামানোর কোনও ইঙ্গিত না দেওয়ায় ক্ষুদ্ধ পণবন্দিদের পরিবার।