সালমান খান ব্যর্থ। ‘সিকন্দর’ তাঁকে পুরনো জায়গায় ফেরাতে পারেনি। এ বার কি ভাইজানের অবসর নেওয়া উচিত? ঈদের ছবিমুক্তির পর যখন এই ধরনের মন্তব্যে সমাজমাধ্যম ছয়লাপ, দ্বিধা তৈরি হয়েছে বলিউডের অন্দরে, ঠিক তখনই হিন্দি ছবির প্রথম সারির অভিনেতা নির্বাচক মুকেশ ছাবড়ার কথায় ভিন্ন সুর। তিনি ‘সিকন্দর’ ছবিকে ‘ফ্লপ’ তকমা দিতে নারাজ।
তিনি বলেছেন, “১৫০ কোটির ক্লাবে পা রেখেও বলিউডের মতে সালমান খানের ছবি ‘ফ্লপ’! আর টলিউড ৫০ কোটির ঘরে পা রাখতে পারলেই পার্টি দেয়!”
বলিউড-সহ গোটা দেশ যখন সালমানের সমালোচনায় সোচ্চার তখনও মুকেশ অভিনেতার উপরে আস্থাশীল! কিসের জোরে? তাঁর দীর্ঘ দিনের অভিজ্ঞতা বলছে, সালমানের ছবি কোনও দিন ব্যর্থ হবে না। গড় ব্যবসা করবেই। মুকেশের উপলব্ধি, “মুশকিল হয়েছে, সালমান-ভক্তেরা প্রিয় অভিনেতাকে নিয়ে এত অতিরিক্ত আশা করে ফেলেছেন যে, সেই চাপে নিজেরাই এখন অস্বস্তিতে। নিজেদের হতাশা চাপিয়ে দিয়েছেন ভাইজানের কাঁধে। নিজেদের মনগড়া সিদ্ধান্ত খাড়া করে দিচ্ছেন, এটা অনুচিত।” তাঁর আশা, নির্দিষ্ট সময়ে সালমান আবারও স্বমহিমায় ফিরবেন। পুরোটাই সময়ের উপর নির্ভর করছে।