গাজায় নিহত অন্তত ৫৫


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 04-04-2025

গাজায় নিহত অন্তত ৫৫

ইজরায়েল সীমান্ত বরাবর গাজার ভূখণ্ডের বেশ কিছু এলাকা দখল করে সেখানে নতুন করিডর তৈরির কথা ঘোষণা করেছে ইজরায়েল। তার জন্য গাজায় প্রবল পরাক্রমে হামলার কথাও গতকাল জানিয়েছে তারা। সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে গাজাবাসীর আশঙ্কা সত্যি করে, প্রবল আক্রমণ শানাতে শুরু করেছে ইজরায়েল। গত ২৪ ঘণ্টায় ইজরায়েলি হামলায় অন্তত ৫৫ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন।

গাজা স্ট্রিপের দক্ষিণে খান ইউনিস শহরের নাসের হাসপাতালে আজ ১৪টি দেহ এসেছে। তার মধ্যে ৯ জন একই পরিবারের। নিহতদের মধ্যে পাঁচ শিশু ও চার জন মহিলা। ওই শহরের ইউরোপীয়ান হাসপাতালে আনা হয়েছে আরও ২১টি দেহ। যার মধ্যে পাঁচ জন শিশু। তাদের সকলের বয়স ১ থেকে ৭ বছরের মধ্যে। নিহতদের তালিকায় রয়েছেন এক অন্তঃসত্ত্বাও। গাজা শহরের আহলি হাসপাতালে সাত শিশু-সহ ২১ জনের দেহ আনা হয়েছে।

পাশাপাশি আজ শুজাইয়া, জাদিদা, তুর্কোমেন, জেইতুন-সহ গাজার বিভিন্ন এলাকা দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে ইজরায়েলি বাহিনী। তারা জানিয়েছে, হামাসকে নির্মূল করতে তারা আক্রমণের তীব্রতা আরও বাড়াবে। বাসিন্দারা যত দ্রুত সম্ভব যেন এলাকা খালি করে দেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]