আনচেলত্তিকে পেতে বড় অঙ্ক গুণতে হবে ব্রাজিলকে


ক্রীড়া ডেস্ক: , আপডেট করা হয়েছে : 29-03-2025

আনচেলত্তিকে পেতে বড় অঙ্ক গুণতে হবে ব্রাজিলকে

আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে নাস্তানাবুদ হয়ে হারার পর থেকে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রকে ছাঁটাইয়ের গুঞ্জনটা বাতাসে ভাসছিল। অবশেষে শুক্রবার রাতে সেটাই সত্যি হলো। কোচ দরিভাল জুনিয়রকে ছাঁটাই করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এক বিবৃতিতে দরিভালের ছাঁটাই হওয়ার খবরটি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

দরিভালের বিদায়ের পর ব্রাজিল ফুটবল কনফেডারেশনে এরই মধ্যে দরিভালের পরিবর্তে কে কোচ হবে, সে সম্পর্কে আলোচনা শুরু হয়েছে। সেই দৌড়ে এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ও সৌদি আরবের ক্লাব আল হিলালের জর্জ জেসুস।

ব্রাজিলের সম্ভাব্য কোচ হওয়ার জন্য শীর্ষ দুই প্রার্থীর মধ্যে কার বেতন কত হতে পারে– তার একটি অঙ্ক দাঁড় করিয়েছে দেশটির সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’। দরিভাল ব্রাজিলের কোচ হওয়ার আগে কার্লো আনচেলত্তিকে পাওয়ার দৌড়ে একবার জোরেশোরে নেমেছিল সিবিএফ। বিশেষত ফেডারেশন প্রধান এডনালদো রদ্রিগেজ তার ব্যাপারে অনেক বেশি আগ্রহী ছিলেন, যাতে সমর্থন ছিল দেশটির ফুটবল সংশ্লিষ্টদেরও। সেবার না হলেও আরও একবার রিয়াল মাদ্রিদের কোচের পেছনে ছুটছে সেলেসাওরা।

ও গ্লোবো জানিয়েছে, সিবিএফ সভাপতির কাছে আনচেলত্তির বছরে পারিশ্রমিক বাবদ ৮ মিলিয়ন ইউরোর আবেদন রয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০৫ কোটি টাকা। তাকে পাওয়ার জন্য সিবিএফকে লড়তে হচ্ছে সৌদি আরবের প্রতিযোগিতার সঙ্গে। কারণ তারাও আনচেলত্তিকে কোচ হিসেবে পেতে বড় অঙ্কের পারিশ্রমিক দিতে প্রস্তুত আছে।

অন্যদিকে, ব্রাজিলের কোচ হওয়ার প্রত্যাশী আরেক প্রার্থী বর্তমানে সৌদি ক্লাব আল-হিলালের দায়িত্বে থাকা জর্জ জেসুস। তাকে আনা হলে সিবিএফ গুনতে হবে আনচেলত্তির প্রায় অর্ধেক। বছরে তার বেতন হতে পারে ৫ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৬৫ কোটি টাকা। তবে জেসুসের সৌদি ক্লাব ছেড়ে আসার বিষয়টি তার ওপরও নির্ভর করছে। যেহেতু আগামী জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ, এর আগে দায়িত্ব ছাড়তে হলে আল-হিলালকে মানাতে হবে।

ব্রাজিলের কোচ হিসেবে ১৪ মাস দায়িত্ব পালন করেছেন দরিভাল। সব মিলিয়ে ১৬ ম্যাচে সেলেসাওদের ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি। যেখানে ৭ জয় এবং ৭ ড্রয়ের পাশাপাশি ২ টি ম্যাচে হেরেছে ব্রাজিল।

বিশ্বকাপ বাছাইয়ে ১৪ ম্যাচ শেষে ৬ জয়, ৩ ড্র ও ৫ হারে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান এখন চার নম্বরে। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ১০ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে তারা।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]