বাংলাদেশীদের চীনা স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ করতে চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালু করবে চীনা বিমান সংস্থা


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 29-03-2025

বাংলাদেশীদের চীনা স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ করতে চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালু করবে চীনা বিমান সংস্থা

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিংয়ের হাসপাতালগুলোতে বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষদের সহায়তা করতে বন্দরনগরী চট্টগ্রাম থেকে কুনমিং রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইনস। শনিবার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছেন কর্মকর্তারা।

শনিবার (২৯ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

চীন ইতিমধ্যে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ের চারটি হাসপাতাল নির্ধারিত করেছে। তবে চড়া বিমানভাড়া এই চীনা শহরে ভ্রমণের পথে বড় বাধা হিসেবে দেখা দিয়েছে।

কর্মকর্তারা জানান, চট্টগ্রাম-কুনমিং রুটে সরাসরি ফ্লাইট চালু হলে যাতায়াত ব্যয় ও সময় কমে আসবে। ফলে আরও বেশিসংখ্যক বাংলাদেশি সহজে চীনের স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম জানিয়েছেন, কুনমিংয়ের হাসপাতালে বাংলাদেশিদের জন্য আলাদা ফ্লোর বরাদ্দ রাখা হয়েছে।

রাষ্ট্রদূত নজরুল ইসলাম বলেন, 'চিকিৎসার খরচ সহনীয়। একজন চীনা নাগরিকের সমান ফি-ই দিয়ে থাকেন একজন বাংলাদেশি রোগী।'

কুনমিং ভ্রমণ সহজ করতে ঢাকা থেকে কুনমিং রুটে বিমানভাড়া কমানোর উদ্যোগও নিয়েছে ঢাকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য আরও স্বাস্থ্যসেবা কেন্দ্র উন্মুক্ত করবে।

এপ্রিলে বাংলাদেশের একদল সাংবাদিককে কুনমিংয়ে পাঠানো হবে সরেজমিনে চিকিৎসা সুবিধাগুলো দেখে আসার জন্য।

গত মাসে প্রথমবারের মতো কয়েক ডজন বাংলাদেশি চিকিৎসার জন্য কুনমিংয়ে যান। তারা সেখানকার হাসপাতালগুলোর মানের ভূয়সী প্রশংসা করেছেন। তবে অনেকেই যাতায়াত ব্যয় নিয়ে অভিযোগ তুলেছেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]