রোনালদোর ছেলের জন্য খোলা পাঁচ দেশের দরজা


ক্রীড়া ডেস্ক: , আপডেট করা হয়েছে : 28-03-2025

রোনালদোর ছেলের জন্য খোলা পাঁচ দেশের দরজা

সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন পর্তুগিজ মহাতারকা। হয়তো ২০২৬ বিশ্বকাপ শেষে ফুটবলকে বিদায় জানাবেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। তবে বিদায় নেওয়ার আগেই ফুটবলমঞ্চে হয়তো নিজের উত্তরসূরি রেখে যাচ্ছেন সিআরসেভেন। শুধু রেখে যাচ্ছেন বললে অবশ্য কম বলা হবে, রোনালদোর ছেলেকে নিয়ে রীতিমতো কাড়াকাড়িও শুরু হতে পারে।

রোনালদোর ছেলে এরই মধ্যে রোনালদো জুনিয়র নামে বেশ পরিচিতি পেয়েছে। মাত্র ১৪ বছর বয়সেই তাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। বাবার পথ অনুসরণ করে ফুটবল মাঠে আগামীতে সেও যে রাজত্ব করবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার আগে রোনালদো জুনিয়রকে বেছে নিতে হবে, সে কোন দেশের হয়ে খেলতে চান। কারণ, রোনালদোর ছেলের জন্য খোলা রয়েছে পাঁচ দেশের দরজা।  

রোনালদো জুনিয়রের এরই মধ্যে ক্লাব ফুটবলের জুনিয়র দলে অভিষেক হয়েছে। খেলেছে জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবেও। এ সব দলে খেলে বিভিন্ন সময় নিজের ছাপও রেখেছে সে। বর্তমানে রোনালদো জুনিয়র তার বাবার ক্লাব আল নাসরের যুবদলে খেলছে। এই ক্লাবের হয়ে তার পায়ের ঝলকের ভিডিও নেট দুনিয়ায় বেশ মুগ্ধতাও ছড়িয়েছে। 

এখন হয়তো আরও বড় পরিসরে নিজেকে চেনানোর পথে হাঁটবে রোনালদো জুনিয়র। এর মধ্যে আলোচনায় এসেছে তার জাতীয় দলে খেলার প্রসঙ্গও। বিভিন্ন দিক বিবেচনায় ১৪ বছর বয়সী ছোট রোনালদোর যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, স্পেন, কেপ ভার্দে এবং পর্তুগালের হয়ে খেলার সুযোগ আছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

সাধারণতও, রোনালদো জুনিয়র পর্তুগালের হয়ে খেলতে পারবেন। তবে একদিক থেকে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের হয়েও খেলার সুযোগ রয়েছে তার। ২০১০ সালে রোনালদো খেলতেন রিয়াল মাদ্রিদে। কিন্তু নিজের সন্তানকে জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যালিয়াফোর্নিয়ার সান দিয়েগোতে। এর মানে রোনালদো জুনিয়র চাইলে যুক্তরাষ্ট্রের ফুটবল দলে খেলতে পারবে।

২০২১ সালে রোনালদো সবাইকে চমকে দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। ফলে ইংল্যান্ডেও খেলার সুযোগ রয়েছে তার ছেলের। তবে তার জন্য জটিল কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। যদি সেই আইনি কার্যক্রম সম্পন্ন করে রোনালদোর ছেলেকে চাইলে ইংল্যান্ড খেলাতে পারে ফিল ফোডেন–জুড বেলিংহ্যামদের সঙ্গে।

যখন রোনালদো জুনিয়রের জন্ম হয়, তখন রোনালদো খেলতেন রিয়ালের হয়ে। সেখানে বাবার সঙ্গে ৮ বছর কাটিয়েছেন ছোট্ট রোনালদো। স্পেনের আইনে আছে ১০ বছরের নিচের বয়সী কেউ যদি অন্তত ৩ বছর দেশটিতে থাকে, তবে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। ফলে স্পেনে খেলার ভালো একটা সুযোগও আছে রোনালদোর ছেলের।

অপরদিকে, নানীর জন্মসূত্রে কেপ ভার্দের হয়েও খেলতে পারবে রোনালদো জুনিয়র। ইসাবেল দ্য পিয়েদাদের অধিবাসী রোনালদোর নানী। যার কারণে আফ্রিকান দ্বীপটিতেও খেলতে পারবে রোনালদোর ছেলে। তবে কেপ ভার্দের হয়ে তার খেলার সম্ভাবনা যে সবচেয়ে কম তা বলার অপেক্ষা রাখে না।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]