‘ফিরে এসেছি, সৌভাগ্য এই বিপদের সময়ে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম’


ক্রীড়া ডেস্ক: , আপডেট করা হয়েছে : 25-03-2025

‘ফিরে এসেছি, সৌভাগ্য এই বিপদের সময়ে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম’

সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন দেশসেরা ব্যাটার তামিম ইকবাল। ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর তিনি সেখানে চিকিৎসাধীন। তাকে দেখতে হাসপাতালে এসেছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক। তিনি জানিয়েছেন, তিন মাস পরই ক্রিকেটে ফিরতে পারেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

মঙ্গলবার (২৫ মার্চ) তামিম ইকবাল সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে বিপদে পাশে দাঁড়ানো মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

পোস্টে তামিম ইকবাল লেখেন, দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেননি।

হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে— এই কথাটি আমরা বারবার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?”

বিপদের সময়ে পাশে দাঁড়ানো মানুষদের অবদান উল্লেখ করে তিনি বলেন, আল্লাহতায়ালার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।

কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।

ভক্তদের ভালোবাসার কথা স্মরণ করে দেশসেরা এই ওপেনার আরও লেখেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি, তামিম ইকবাল, কিছুই না।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]