গুরুদাসপুর পৌর প্রশাসকের কাছে ক্ষমা চাইলেন কর্মকর্তা-কর্মচারীরা


গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 25-03-2025

গুরুদাসপুর পৌর প্রশাসকের কাছে ক্ষমা চাইলেন কর্মকর্তা-কর্মচারীরা

অনাকাঙ্খিত ঘটনার জন্য নাটোরের গুরুদাসপুর পৌর প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভা চত্বরে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে ক্ষমা প্রার্থণা করেন তারা।

জানা যায়, গত ৮ জানুয়ারী গুরুদাসপুর পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন নবাগত ইউএনও ফাহমিদা আফরোজ। আর ২৬ ফেব্রুয়ারী পৌরসভার সামনে ২৮ মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা। এরমধ্যে ৭ মাসের বেতনও পেয়েছেন তারা। কিন্তু আন্দোলনের সময় নিয়ম ভেঙ্গে টায়ার জ্বালানো হয়। পৌর প্রশাসকের বিরুদ্ধে শ্লোগানও দেয়া হয়। এ ঘটনায় ৫ জন কর্মকর্তা কর্মচারীকে শোকজ করেন পৌর প্রশাসক।

পৌর পরিষদের পক্ষে ক্ষমা চেয়ে বক্তব্য রাখেন মো. শফিকুল ইসলাম, সুফি মো. আবু সাইদ, সোহেল সরদার ও কোহিনুর খাতুন। আন্দোলনে অনাকাঙ্খিত ঘটনায় ভুল বুঝতে পেরে পৌর প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান তারা।

গুরুদাসপুর পৌর প্রশাসক ও ইউএনও ফাহমিদা আফরোজ বলেন- আমি শুনেছি, পৌরসভার কিছু কর্মচারী ক্ষমা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। সরকারি কর্মচারীদের বিধিমালা রয়েছে। তারা বিধিমালা ভঙ্গ করায় বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ইতিমধ্যে তাদের কাছে দুই দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা সত্যি অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থণা করে থাকলে বিষয়টি নিয়মতান্ত্রিকভাবেই বিবেচনা করা হবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]