এই মুহূর্তে বলিউডে প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন


তামান্না হাবিব নিশু : , আপডেট করা হয়েছে : 21-03-2025

এই মুহূর্তে বলিউডে প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

এই মুহূর্তে বলিউডে প্রথম সারির অভিনেত্রী বলতে প্রথমেই উঠে আসে দীপিকা পাড়ুকোন ও প্রিয়ঙ্কা চোপড়ার নাম। দ্বিতীয় জন বলিউড থেকে হলিউডে গিয়েও পাকাপাকি জায়গা করে নিয়েছেন। পারিশ্রমিকের দিক থেকেও দুই অভিনেত্রীই শীর্ষে। এ বার এই তালিকায় জুড়তে চলেছে কিয়ারা আডবাণীর নাম। দিন কয়েক আগেই মা হতে চলার সুখবর দিয়েছেন তিনি। কর্মজগতেও আরও এক সাফল্য অপেক্ষা করে রয়েছে কিয়ারার জন্য।

কিছু দিন আগেই মুক্তি পেয়েছে কিয়ারার ছবি ‘গেম চেঞ্জার’। দক্ষিণী অভিনেতা রামচরণের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী। ছবিটি বক্স অফিসে আলোড়ন ফেলতে পারেনি ঠিকই, কিন্তু এই ছবির জন্য বড় অঙ্কের পারিশ্রমিক নিয়েছিলেন কিয়ারা। এই ছবির পর থেকে দক্ষিণী সিনেমার জগতেও শক্ত ভিত তৈরি করেছেন কিয়ারা। এ বার তাঁকে দেখা যাবে দক্ষিণী তারকা যশের বিপরীতে। ছবির নাম ‘টক্সিক’। এই ছবির জন্যও নাকি বিরাট অঙ্কের পারিশ্রমিক চেয়েছেন কিয়ারা।

জানা যাচ্ছে, এই ছবির জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন কিয়ারা। এই ছবির মাধ্যমেই কন্নড় চলচ্চিত্রজগতে তিনি পা রাখছেন। ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিকের অধিকারী অভিনেত্রীদের মধ্যে নাম লেখাতে চলেছেন তিনি এই ছবির মাধ্যমেই। কিয়ারার আগে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ‘টক্সিক’ ছাড়া হৃতিক রোশনের সঙ্গে ‘ওয়ার ২’ ছবিতেও দেখা যাবে কিয়ারাকে।

দীপিকা ‘কল্কি ২৮৯৮ এ়ডি’ ছবির জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। প্রিয়ঙ্কাকেও এ বার দেখা যাবে দক্ষিণী ছবিতে। এসএস রাজামৌলির পরবর্তী ছবিতে তিনি নাকি ৩০ কোটি টাকা পারিশ্রমিক নেবেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]