গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকারের জন্য লড়াই করছে বিএনপি: আমান


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 18-03-2025

গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকারের জন্য লড়াই করছে বিএনপি: আমান

গণমানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি এখনও রাজপথে সক্রিয় রয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে ছাত্রদলের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা আমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকারের জন্য লড়াই করে আসছে বিএনপি। এই গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

এ সময় আওয়ামী লীগের লুটপাটের সমালোচনা করে দলটির নেতাকর্মীদের বিচার দাবি জানিয়ে তিনি বলেন, সালমান এফ রহমানে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। টাকা বিদেশে পাচার করেছে। এদের সবার বিচার হওয়া উচিত।

অনুষ্ঠানে উপস্থিত বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]