সাবেক আইজিপি সৈয়দ সিরাজুল ইসলাম আর নেই


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 18-03-2025

সাবেক আইজিপি সৈয়দ সিরাজুল ইসলাম আর নেই

পুলিশের সাবেক মহাপরিদর্শক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সিরাজুল ইসলাম (৭৫) আর নেই (ইন্নালিল্লাহে......রাজেউন)। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। 

মঙ্গলবার বাংলাদেশ পুলিশ-এর এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার সকাল দশটায় রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে জানাজা অনুষ্ঠিত হয়। এতে আইজিপি বাহারুল আলম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। 

সৈয়দ সিরাজুল ইসলামের পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজ মঙ্গলবার তার নিজ এলাকা বালিয়াডাঙ্গাতে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।  

জানাজা শেষে আইজিপি বাহারুল আলম কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ফুল দিয়ে মরহুমের প্রতি সম্মান প্রদর্শন করেন। পরে প্রয়াত এ মুক্তিযোদ্ধাকে ‘অফিসিয়াল ফিউনারেল’ প্রদান করা হয়।

সৈয়দ সিরাজুল ইসলাম ১৯৪৯ সালে মাগুরা জেলার সদর থানাধীন বালিয়াডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

তিনি রাজশাহী ও খুলনা রেঞ্জের ডিআইজি এবং রাজশাহীর পুলিশ কমিশনার ছিলেন। কর্মজীবনে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]