দোলে সরকারি দফতরে নর্তকী ডেকে ডিজে গানে অশ্লীল নাচ


সুমাইয়া তাবাস্সুম: , আপডেট করা হয়েছে : 15-03-2025

দোলে সরকারি দফতরে নর্তকী ডেকে ডিজে গানে অশ্লীল নাচ

বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রতিবাদ জানিয়েছেন গডখা ব্লকের সাধারণ জনগণ। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন তাঁরা। সমাজমাধ্যমেও ঝড় তুলেছে ঘটনাটি।

সরকারি দফতরে নর্তকীদের ডেকে এনে দোল উদ্‌যাপন! চেয়ারে বসে হইহই করে নাচ দেখলেন সরকারি কর্মীরা। নর্তকীদের হাতে টাকাও তুলে দিলেন। এমনই এক ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে বিহার জুড়ে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে সরন জেলার গডখা ব্লক অফিসে। সেই ঘটনায় ব্লক প্রধানের স্বামী হরেন্দ্র মাহাতোর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলেও খবর। তাঁকে ওই ভিডিয়োয় নর্তকীদের সঙ্গে আপত্তিকর আচরণ করতে দেখা গেছে বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসার পর পুলিশ সুপার কুমার আশিস গডখা থানার ভারপ্রাপ্ত আধিকারিককে হরেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ দায়েরের নির্দেশ দেন বলে জানা গিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে খবর।

অভিযোগ, দোল উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গডখা ব্লকের প্রধান কার্যালয়ে। কিন্তু সেই অনুষ্ঠানে ডিজে চালিয়ে পানশালার নর্তকীদের এনে নাচানো হয় বলে অভিযোগ। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সপ্তাহের শুরুতে গডখার ব্লক উন্নয়ন আধিকারিক, সার্কল অফিসার এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের সভাপতিত্বে গডখা থানা প্রাঙ্গণে একটি শান্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকেরা অশ্লীলতামুক্ত দোল উদ্‌যাপনের বিষয়ে একমত হন। কিন্তু বৈঠকের ঠিক পরেই, ব্লক প্রধানের স্বামী হরেন্দ্রের বিরুদ্ধে সরকারি অফিসের বাইরে দোল উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে নিয়ম লঙ্ঘন করার অভিযোগ উঠেছে। অভিযোগ, অশ্লীল নাচের আয়োজন করেন হরেন্দ্র। তাতে নাকি সায়ও দেন অনেকে।

বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রতিবাদ জানিয়েছেন গডখা ব্লকের সাধারণ জনগণ। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন তাঁরা। সমাজমাধ্যমেও ঝড় তুলেছে ঘটনাটি। এই ঘটনা সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করেছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]