মডেল মসজিদের অর্থও নয়ছয় করেছে পতিত সরকার: শফিকুল আলম


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 13-03-2025

মডেল মসজিদের অর্থও নয়ছয় করেছে পতিত সরকার: শফিকুল আলম

পতিত স্বৈরাচার সরকার ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছে-এ কথা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যেখানে সৌদিআরব সাহায্য করেছে বলা হলেও, সেটা আসলে নিজেদের টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

পতিত স্বৈরাচার সরকার ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছে-এ কথা জানিয়ে তিনি বলেন, যেখানে সৌদি আরব সাহায্য করেছে বলা হলেও, সেটা আসলে নিজেদের টাকা করা হয়েছে। প্রতিটি মসজিদ নির্মাণে ১৭ কোটি টাকা করে খরচ করা হয়েছে, তবে প্রকৃত অর্থে খরচ হয়েছে ৭ থেকে ৮ কোটি টাকা। তাই ধর্ম মন্ত্রণালয় এটা নিয়ে তদন্তে করতে কমিটি গঠন করছে। মডেল মসজিদের অর্থও নয়ছয় করেছে পতিত সরকার বলেও জানান। 

শফিকুল আলম বলেন, স্বল্পোন্নত (এলডিসি) থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হতে ২০২৬ সালে গ্র্যাজুয়েশন করবে বাংলাদেশ। এর মাধ্যমে দেশের মর্যাদা বৃদ্ধি পাবে৷ বিজনেস সক্ষমতাও বাড়বে। 

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে শূন্যপদে খুব দ্রুত লোকবল নিয়োগের সিদ্ধান্তও হয়েছে৷ 

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেছে- এ নিয়ে তিনি বলেন, আমরা সবাই শোকাহত। শিশুটিকে বাঁচাতে আমাদের প্রাণান্তকর চেষ্টা ছিল। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। ধর্ষণ মামলা যেন দ্রুত নিষ্পত্তি হয়, সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।

জাতিসংঘের মহাসচিব আসছেন এটা দেশের জন্য অত্যন্ত সম্মানের। জাতিসংঘের মহাসচিবের সফরকে কেন্দ্র করে সভা-সমাবেশ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলেও জানান শফিকুল আলম। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও জানান,  চার দিনের সরকারি সফরে চলতি মাসের ২৬ তারিখে চীন যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে চায়নার প্রেসিডেন্ট শি জিং পিংয়ের সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠকের সম্ভাবনা আছে তার। সফরকালে ২৮ মার্চ চীনা প্রেসিডেন্টের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। 

প্রসঙ্গত: চীনের হাইনান প্রদেশে আগামী ২৫ থেকে ২৮ মার্চ বাউ (বিওএও) ফোরাম ফর এশিয়ার সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটিতে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় চীন। এর আগে ২০ থেকে ২৪ জানুয়ারিতে প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সেই সফরের ধারাবাহিকতায় এবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনে যাচ্ছেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]