মোটরসাইকেলে মাইক্রোর ধাক্কা, প্রাণ গেল স্বামী-স্ত্রীর


বগুড়া প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 09-03-2025

মোটরসাইকেলে মাইক্রোর ধাক্কা, প্রাণ গেল স্বামী-স্ত্রীর

বগুড়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার দুপুরে বগুড়া শহরের কল্পনা ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া শহরের করোনেশন স্কুলের পার্শ্বে কাটনারপাড়া এলাকার তোফার ছেলে সজল ও তার স্ত্রী হোসনেয়ারা।

বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন সজল। কল্পনা ফিলিং স্টেশনের পাশে পৌঁছালে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। পরে ছিটকে পড়লে স্বামী-স্ত্রীকে চাপা দেয় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]