‘ভালবাসা তো একতরফাই হয়’, বিয়ে করতে চেয়েই সম্পর্কে ভাঙন!


তামান্না হাবিব নিশু: , আপডেট করা হয়েছে : 07-03-2025

‘ভালবাসা তো একতরফাই হয়’, বিয়ে করতে চেয়েই সম্পর্কে ভাঙন!

টানা দু’বছর সম্পর্কে থাকার পরে বিচ্ছেদ হয়েছে তমন্না ভাটিয়া ও বিজয় বর্মার। এই জুটির রসায়নে মুগ্ধ অনেকেই। ভালই চলছিল সব। বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত রেখে হাজির হতেন তাঁরা। তমন্নাকে আগলে রাখতেন বিজয়। কিন্তু হঠাৎই ছন্দপতন সেই সম্পর্কে। পথ আলাদা হওয়ার নেপথ্যে রয়েছে বিশেষ কারণও। তমন্না দ্রুত বিয়ে করে সংসারী হতে চেয়েছিলেন। কিন্তু এখনও প্রস্তুত নন বিজয়। সম্প্রতি সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে কথা বললেন অভিনেত্রী।

ভালবাসা ও সম্পর্ক— দু’টি এক বিষয় নয় বলে মনে করছেন তমন্না। মানুষ এই দু’টি বিষয়কে নাকি গুলিয়ে ফেলেন। তমন্না বলেছেন, “ভালবাসা ও সম্পর্ক, এই দু’টি বিষয় মানুষ প্রায়ই গুলিয়ে ফেলেন। আমি শুধুই নারী-পুরুষের সম্পর্কের নিরিখে কথাটা বলছি না। বন্ধুদের সমীকরণের ব্যাপারেও একই কথা বলব।” তমন্না মনে করেন, ভালবাসায় কোনও শর্ত চলে না। ভালবাসা সব সময়েই শর্তহীন হয়। যে মুহূর্তে ভালবাসার সঙ্গে শর্ত চলে আসে, তখন থেকেই সম্পর্কে ঘাটতি হতে থাকে।

তমন্না বলেছেন, “ভালবাসা সব সময়েই এক তরফ থেকেই হয়।” দুটো মানুষ ভালবাসার সম্পর্কে জড়ায় এবং তার পরে পরস্পরের থেকে প্রত্যাশা শুরু করে। যে মুহূর্তে প্রত্যাশার প্রসঙ্গ চলে আসে, তখনই ভালবাসা শুধুই দেওয়া-নেওয়ার সম্পর্কে পরিণত হয়।

বিয়ে পর্যন্ত কথাবার্তা এগিয়েছিল তমন্না ও বিজয়ের। এমনকি বিয়ের পরে একসঙ্গে থাকার জন্য নতুন ঠিকানার খোঁজও করছিলেন তাঁরা। চলতি বছরেই বিয়ের আসর বসবে বলেও শোনা গিয়েছিল। তমন্নাই নাকি বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে উঠেছিলেন। এখান থেকেই মতান্তর শুরু। তার পরেই সম্পর্কে চিড় ধরে তাঁদের।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]