রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৬জনের কারাদন্ড


কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ): , আপডেট করা হয়েছে : 13-02-2025

রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৬জনের কারাদন্ড

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৬জন মাদক সেবিকে তিনমাস করে কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। বুধবার রাত অনুমান ১০টা নাগাদ এই অভিযান পরিচালনা করে কারাদন্ড দেয়া হয়। 

দন্ডিতদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম।

আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশার (ভূমি) শেখ নওশাদ হাসান জানান, মাদকের আড্ডা বসেছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাশিমপুর এলাকায় আব্দুস সাত্তারের ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবনরত অবস্থায় ছয় জনকে হাতে নাতে ধরা হয়। সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২০১৮সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং সাথে আরো একশত টাকা করে অর্থ দন্ডে দন্ডিত করা হয়। 

দন্ডিতরা হলেন, উপজেলার হরিশপুর গ্রামের বাবু হোসেনের ছেলে পলাশ হোসেন (২৮),কাশিমপুর সাহানাপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে আরিফুল ইসলাম (২০),একই গ্রামের বাবু মৃধার ছেলে মিজানুর রহমান মৃধা (২৪),আকরাম হোসেনের ছেলে রাকিব হোসেন (২৪), শুকুর আলীর ছেলে শামিম হোসেন (২৮) ও নওগাঁ সদর উপজেলার আব্দুল ওহাবের ছেলে মাহাবুব সুলতান (২৮)।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]