বগুড়ায় সড়কে গাছ ফেলে ডাকাতি


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 30-01-2025

বগুড়ায় সড়কে গাছ ফেলে ডাকাতি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আঞ্চলিক সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। 

বুধবার (২৯ জানুয়ারি) রাত ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের থেলকুড় এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় শিমলা গ্রামের বাসিন্দা আসাদ জানান, ১০-১৫ জনের ডাকাতদল সড়কের পাশের গাছ কেটে ব্যারিকেড দেয়। পরে সড়কে চলাচলকারী ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল থামিয়ে লোকজনকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। গ্রামের লোকজন খবর পেয়ে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করলে ডাকাত দল পালিয়ে যায়। পরে পুলিশ এসে সড়ক ফেলা গাছ অপসারণ করে। এতে যানচলাচল স্বাভাবিক হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, পাশের সিংড়া উপজেলার গ্রাম থেকে ডাকাত দল এখানে আসে বলে জানা গেছে। ডাকাত দলকে শনাক্ত করতে কাজ শুরু হয়েছে। তবে কী পরিমাণ মালামাল খোয়া গেছে তা জানা যায়নি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]