জুলাই গণ–অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করলেন তথ্য উপদেষ্টা


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 25-01-2025

জুলাই গণ–অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করলেন তথ্য উপদেষ্টা

রাজধানীর রায়েরবাজারে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

কবর জিয়ারতের পর উপদেষ্টা শহীদদের স্বজনের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন।

শনিবার সকালে শহীদদের কবর জিয়ারত এবং স্বজনদের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে উপদেষ্টা নাহিদ ইসলাম রায়েরবাজার কবরস্থানে যান। এ সময় নাহিদ ইসলাম বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। শহীদদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সব সময় শহীদ পরিবারের পাশে থাকবে।

উপদেষ্টা জানান, রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাতপরিচয় শহীদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান। শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আগামী মাসের শুরুতেই শহীদ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চালু হবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]