সাপাহারে বস্তায় আদা চাষ পদ্ধতির মাঠ দিবস অনুষ্ঠিত


হাফিজুল হক, সাপাহার নওগাঁ প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 20-01-2025

সাপাহারে বস্তায় আদা চাষ পদ্ধতির মাঠ দিবস অনুষ্ঠিত

নওগাঁর সাপাহারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষ পদ্ধতি বিষয়ে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল  ১১ টায় উপজেলার তিলনা ইউনিয়ন চ্যাংকুড়ি গ্রামের আদা চাষী কৃষক মোঃ রাকিব এর উঠানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ সময় তিলনা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোজাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য)কৃষিবিদ খলিলুর রহমান।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাপাহার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন, অতিরিক্ত কৃষি অফিসার মনিরুজ্জামান টকি, উপ-সহকারী কৃষি আয়নাল হক, তারেক রহমান ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি খলিলুর রহমান বলেন উচ্চমূল্যের মসলা ফসলের মধ্য আমাদের দেশে যে পরিমাণ আদা উৎপাদন করা হয় তা চাহিদার তুলনায় খুবই কম। ফলে বিদেশ থেকে আমদানী করতে হয়। একমাত্র বস্তায় আদা চাষের মাধ্যমেই আমরা আমাদের পারিবারিক চাহিদা মিটাতে পারি। বস্তায় আদা চাষের গুরুত্ব উল্লেখ করে তিনি আরো বলেন, এ পদ্ধতিতে আবাদি জমির প্রয়োজন হয় না। যে কোন পরিত্যাক্ত জায়গা, বসতবাড়ির চারদিকে ফাঁকা জায়গা, ছায়াযুক্ত স্থান, বাড়ির ছাদ কিংবা বারান্দায় সহজেই চাষ করা যায়। একই জায়গায় বার বার চাষ করা যায়। এ পদ্ধতিতে উৎপাদন খরচ অনেক কম। এ পদ্ধতিতে আদা চাষ করলে সাধারণত কন্দপঁচা রোগ হয় না, যদি কখনো রোগ দেখা যায় তখন গাছসহ বস্তা সরিয়ে ফেললে রোগ ছড়িয়ে পড়ার সম্ভবনা থাকে না।

উক্ত মাট দিবসে এলাকার ১২০ জন কৃষক কৃষাণী, সাংবাদিক, ইউপি সদস্য ও সদস্যা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]