রাণীনগরে মোসারব হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ): , আপডেট করা হয়েছে : 19-01-2025

রাণীনগরে মোসারব হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

“খেলাধুলাকে হ্যাঁ বলি, মাদককে না বলি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে মোসারব হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় কালীগ্রাম কসবা পাড়া সূর্যতরুণ ক্লাব দল বনাম কয়া ও বাড়িয়াপাড়া মিলন সমিতি দল অংশগ্রহণ করে।

কসবাপাড়া সূর্যতরুণ ক্লাব দলের খেলোয়ারদের হেলিকপ্টারে করে মাঠে আনার ব‍্যতিক্রমি আয়োজন দেখতে দুপুর থেকেই মাঠের চারপাশে হাজার হাজার মানুষ ভীড় জমায়।

শনিবার (১৮ জানুয়ারী) বিকেলে উপজেলার গুয়াতা স্কুল মাঠে গুয়াতা জি.এ.কে.বি ক্রিড়া সংঘের উদ্যোগে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন ও নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনীর আলী আকন্দের পৃষ্ঠপোষকতায় এই টুর্ণামেন্টের আয়োজন করা হয়। গত ১৭ নভেম্বর “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবং যুব সমাজকে বেশি বেশি খেলার প্রতি আগ্রহী করতেই মূলত এই টুর্ণামেন্টের আয়োজন করা।

টুর্ণামেন্টে নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া জেলার মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় কালীগ্রাম কসবাপাড়া সূর্যতরুণ ক্লাবের দলের খেলোয়ারদের আত্মঘাতি ২-০ গোলে কয়া ও বাড়িয়াপাড়া মিলন সমিতি দল চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় কয়া ও বাড়িয়াপাড়া মিলন সমিতি দলের খেলোয়ার মানিক জোয়ারদার ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন।

উদ্বোধক হিসেবে ফাইনাল খেলার উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে.এম.খায়রুল বাশার। পরে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শ্রী রনজিৎ কুমার সরকারের সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানাসআপ দলের মাঝে প্রধান অতিথি হিসেবে ট্রপি ও প্রাইজমানি তুলে দেন নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এছাহক আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর গুয়াতা স্কুল মাঠে প্রিয় ফুটবল খেলা দেখতে বিভিন্ন জেলার হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকরা খেলা উপভোগ করেন। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠার অনুষ্ঠিত হয়।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]