চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে এসআইদের অবস্থান


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 05-01-2025

চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে এসআইদের অবস্থান

চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন অব্যাহতি পাওয়া ৪০তম ব্যাচের এসআই সদস্যরা। 

রোববার সচিবালয়ের ৪ নম্বর গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন অন্তত দুই শতাধিক ক্যাডেট শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর (এসআই)।

এ সময় চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ট্রেনিং শেষ হওয়ার আগেই ৩২১ জনকে বাদ দেওয়া হয়। এখন তারা চাকরি পুনর্বহাল চান।

তারা দাবি করেন, ক্লাশ ও খাবার গ্রহণে বিশৃঙ্খলার নামে যে অভিযোগে তাদের বাদ দেওয়া হয়েছে, তার কোনো প্রমাণ কর্তৃপক্ষ দেখাতে পারেনি। এ সময় তারা সারদায় প্রশিক্ষণ নেওয়া এসআইদের সঙ্গে একযোগে পোস্টিং দেওয়ার দাবি জানান।

তারা বলেন, ‘আমরা রাস্তায় অবস্থান করতে চাই না। কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের পর আমাদের সঙ্গে যে বৈষম্য করা হচ্ছে, তার সুষ্ঠু বিচার দাবি করছি’।

৪০তম ক্যাডেট এসআই ব্যাচে ৮৫৭ জন সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। এর মধ্যে প্রশিক্ষণে অংশ নেন ৮২৩ জন। ৫ আগস্টের পর মাঠে ও ক্লাশে বিশৃঙ্খলার অভিযোগে চার ধাপে ৩২১ জন এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]