মহাদেবপুরে পূর্ব শত্রুতার জেরে নারীকে মারপিট শ্লীলতাহানীর অভিযোগ


অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 18-11-2024

মহাদেবপুরে পূর্ব শত্রুতার জেরে নারীকে মারপিট শ্লীলতাহানীর অভিযোগ

নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জেরে ডেজি বানুকে একই ইউনিয়নের প্রতিপক্ষরা হামলা চালিয়ে মারপিট বাড়ি ভাংচুর ও শ্লীলতাহানির করেছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ডেজি উপজেলার চেরাগপুর ইউনিয়নের শালবাড়ী গ্রামের খোকা মন্ডলের স্ত্রী।

অপরদিকে অভিযুক্তরা একই ইউনিয়নের কাশিবাড়ি গ্রামের মৃত খোয়াজ উদ্দীনের ছেলে লজিবর রহমান, তার কাডার বাহিনীর প্রধান মৃত বুদাই মন্ডলের ছেলে রতন আলী ও তার সহকারী মৃত সফাই এর ছেলে হামিদুর রহমান, তার ছেলে রাকিব হোসেন। 

এর আগে (১ এপ্রিল) বিকাল ৫টায়  দিকে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে মারপিট বাড়ি ভাংচুর করে অভিযুক্তরা। ওই সময় অসৎ উদ্দেশ্যে ঘরে ঢুকে ডেজি বানুকে যৌন হয়রানির করে লজিবর রহমান বলে অভিযোগ। ডেজি বানুর চিৎকারে অভিযুক্ত লজিবর রহমান তাকে ছেড়ে দিয়ে বাহিরে আসলে ডেজি বানুকে লজিবর রহমানের স্ত্রী পান্না বেগম, মেয়ে মারুফা বানু, ফাতেমা বানু, মোছাঃ মেহেরুন নেছা, রুমি বানু মারপিট করে জখম করে বাড়ির মূল্যবান জিনিস পত্র ও টাকা পয়সা লুটপাট করে নিয়ে চলে যায়। এই বিষয়ে ভুক্তভোগী ডেজি বানু বাদী হয়ে মহাদেবপুর থানায় মামলা করেন। 

ভুক্তভোগী ডেজি বলেন, ঘটনার দিন লজিবর রহমান হঠাৎ আমার বাসায় এসে অতর্কিত হামলা করে আমাকে মারপিট ও  করে আমি এলাকায় বিচার না পেয়ে থানা ও  আদালতে গিয়ে মামলা দায়ের করি। যার মামলা নং-১৩৩/২৪ (মহাঃ)।

এমতাবস্থায় লজিবর রহমান আমাকে আদালত থেকে মামলা উঠে নেওয়ার জন্য বলে। আমি তার কথায় রাজি না হলে বিভিন্ন সময়ে আমাকে ও আমার পরিবারের লোকজনদের ভয়ভীতি ও হুমকি অব্যাহত রেখেছে। সেই জের ধরে আবারও তারা লজিবর রহমান সহ উপরোক্ত - আসামীগন হাতে ধারালো হাসুয়া, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে গত (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আমার বসতবাড়ীর ভিতরে প্রবেশ করে আমাকে সহ আমার পরিবারের লোকজনদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বসতবাড়ীর দরজা, জানালা ও টিন বাড়ীর অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। 

আমি বাধা দিলে আমার উপর ক্ষিপ্ত হয়ে মোঃ লজিবর রহমানের নির্দেশে সকল অভিযুক্তরা আমাকে এলোপাথাড়ী ভাবে মারপিট করে। এতে আমি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে পড়ে যাই। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। 

জানতে চাইলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসমত আলী বলেন, মারধরের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে, আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান ওসি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]