লেয়নডস্কির জোড়া গোলে বার্সেলোনার জয়


ক্রীড়া ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-08-2024

লেয়নডস্কির জোড়া গোলে বার্সেলোনার জয়

গত মরশুমে খারাপ ফলাফলের জন্য নিজের কাঁধে দায় নিয়ে সরে দাঁড়িয়েছিলেন বার্সেলোনার কোচ জাভি। তারপরে দলের নতুন কোচ হন হ্যান্সি ফ্লিক। তাঁরই প্রশিক্ষণে প্রথম ম্যাচেই জয়ের হাসি হাসল বার্সেলোনা। লা লিগার প্রথম সাক্ষাতকারে বার্সেলোনা ২-১ গোলে হারিয়ে দিল ভ্যালেন্সিয়াকে জয়ী দলের হয়ে জোড়া গোল করেন রবার্ট লেয়নডস্কি।

খেলার শুরু থেকেই ভ্যালেন্সিয়া দল আক্রমণ গড়ে তুলে বার্সেলোনাকে চাপের মধ্যে রেখে দিয়েছিল। এমনকী খেলার ৪৪ মিনিটে হুগো দুরোর গোলে তারা এগিয়ে ছিল। তবে পিছিয়ে পড়া বার্সেলোনা আক্রমণে গতি বাড়িয়ে গোল পেয়ে যায়। বিরতির ঠিক আগে অত্যন্ত বুদ্ধি সহকারে রবার্ট লেয়নডস্কি গোল করে সমতা ফেরান। আবার দ্বিতীয় পর্বের খেলা শুরু হতেই আবার গোল পেয়ে যায় বার্সেলোনা।

এবহারের গোলদাতাও রবার্ট লেয়নডস্কি। পরবর্তী সময়ে আর কোনও গোল না হওয়ায় বার্সেলোনা ২-১ গোলের ব্যবধানে জয় পেয়ে যায়। এদিন বার্সেলোনার হয়ে খেলেছেন ফ্রেঙ্কি দিজং, গাভি, রোনাল্ড আরাউখোর, মার্ক বার্নাল, পাউ বুবার্সি ও লেমিন ইয়ামালের মতন ফুটবলাররা। খেলার শেষে জোড়া গোলদাতা লেয়নডস্কি বলেন, তরুণ ফুটবলারদের নিয়ে গড়া দল দ্বিতীয় পর্বে অনেক ছন্দময় ফুটবল খেলেছে। প্রথম ম্যাচটা সব দলের কাছে বেশ কঠিন হয়। তাই ম্যাচটা জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে পুরো দলটা।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]