নওগাঁয় ডিসির অপসারন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ


নওগাঁ জেলা প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 18-08-2024

নওগাঁয় ডিসির অপসারন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কটাক্ষ করে ডিসির বক্তব্যের প্রতিবাদে তার পদত্যাগ ও অপসারণের দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহরের কাজীর মোড়ে মেইন সড়কে এ সমাবেশ শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়। সমাবেশে ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় ডিসির পদত্যাগ চেয়ে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার ফেস্টুন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের। 

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত মাসে একটি সরকারি অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) গোলাম মওলা মন্তব্য করেন- শিক্ষার্থীরা না বুঝে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে। এতে করে রাস্তাঘাটে যানজট সৃষ্টি হয় এবং আমাদের দূর্ভোগ পোহাতে হয়। আন্দোলনের কারণে রেমিটেন্স কম যাচ্ছে। অভিভাবকদের তাদের সন্তানদের ঘরে রাখার নির্দেশনামুলক বক্তব্য রাখেন। জাতীর পিতাকে স্বপ্নের বাংলাদেশ করতে দেয়া হয়নি, তার পরিকল্পনা সফল হয়নি। নির্বিচারে পাখির মত গুলি করা হয়েছে। আজ একটি, দুটি লাশ রাস্তায় পরলে টকশো দিয়ে টেলিভিশন ফাঁটাই ফেলে বুদ্ধিজীবীরা। বঙ্গবন্ধুকে যখন স্বপরিবারে হত্যা করা হয়েছিল তখন তারা কোথায় ছিল। মায়া কান্না। সরকারি চাকুরিজীবি হিসেবে নয় নাগরিক হিসেবে যদি আগুন জ্বলে তবে আমারও গায়ে লাগবে। কথায় কথায় কেন আন্দোলনে নামেন, কথায় কথায় কেন ধ্বংসযঙ্গ চালানো হয়। দেশ তো ভালোই চলছে।

ডিসির এমন বক্তব্যটি সামাজিক মাধ্যকে ছড়িয়ে পরলে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা দেয়। এর প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশে ডিসির পদত্যাগ তার অপসারণের দাবি জানায়।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]