নওগাঁয় স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু


অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 08-06-2024

নওগাঁয় স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু

নওগাঁয় আজ থেকে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) কার্যালয় চত্তবরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মওলা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে বর্তমান সরকার স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। এ ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে। নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে নাগরিকদের স্মার্ট হতে হবে। ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে।

জেলা প্রশাসক গোলাম মওলার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসানুজ্জামান,পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার হারুন অল রশিদ, সদর উপজেলা চেয়ারম্যান রকিুল ইসলাম, নব নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল হক কমল, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান প্রমূখ।

এসময় ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মাঝে ক্ষতিপূরণ ( এল এ চেক ) চেক প্রদান করা হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) চত্বরে তিনটি স্টলের মাধ্যমে সপ্তাহ ব্যাপী ভূমি সেবা প্রদান করা হচ্ছে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়,  জেলার সকল উপজেলায় একই কর্মসূচি আয়োজন করা হয়েছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতেও নাগরিক সেবা প্রদান করা হচ্ছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]