নওগাঁয় বিশেষ কমার্শিয়াল সেমিনার অনুষ্ঠিত


নওগাঁ জেলা প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 17-05-2024

নওগাঁয় বিশেষ কমার্শিয়াল সেমিনার অনুষ্ঠিত

নওগাঁয় বিশেষ কমার্শিয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে) সকাল ১০টায় শহরের ভবানীপুর ডানা পার্কে নিউ মডার্ণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নওগাঁর আয়োজনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় দুই'শত জন ব্যবসায়ী গণ সেমিনারে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, নিউ মডার্ণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নওগাঁর পরিচালক মো: রেজাউল ইসলাম। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম মাসুদ রানা জাতীয় সনদ প্রাপ্ত সেক্রেটারিঃ নওগাঁ মাল্টিপারপাস কো-অপাঃ সোসাইটি লিঃ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমডি সাদিকুল ইসলাম,  আদর্শ ফুড বেভারেজ এন্ড কনজ্যুমার নয়ানগর চাঁপাইনবাবগঞ্জ, ইঞ্জি: মোঃ নাজমুস সাকিব, অটোমেশন এন্ড পিএলসি এক্সপোর্ট অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার (বেসিক ইঞ্জিনিয়ারিং লিমিটেড )।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ইঞ্জিঃ মোঃ শফিকুল হাসান (টি.ই, ডুয়েট) প্রতিষ্ঠাতা পরিচালকঃ ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং সল্যুশান (রাজশাহী) প্রতিষ্ঠাতা পরিচালকঃ সেলুলোজ টেক্সটাইল লিঃ, ১০০% এক্সপোর্ট গার্মেন্টস (নির্মানাধীন) প্রতিষ্ঠাতা পরিচালকঃ গ্রিন ফুডস্ (সদর-নওগাঁ)।

উল্লেখ্য, এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের সর্বপ্রথম ১৯৯০ সালে ম্যানুফেকচারার অটো ব্রেড, বিস্কুট এন্ড বেকারী মেশিনারী প্লান্ট নিয়ে নওগাঁয় কাজ শুরু করেছিলেন পাওয়ারমান (সুনিমল বাড়ই) এবং তার ছেলে অসীম বাড়ই, তাদের মৃত্যুর পর রেজাউল করিম নিউ মডার্ণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নওগাঁয় কাজ করে বিদেশী আমদানি নির্ভরতা কমিয়ে দেশে মেশিন তৈরী করে অর্থনীতি শক্তিশালী করছেন। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]