সাপাহারে এসএসসি পরীক্ষায় ফলাফলে শীর্ষে পাইলট উচ্চ বিদ্যালয়


হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 13-05-2024

সাপাহারে এসএসসি পরীক্ষায় ফলাফলে শীর্ষে  পাইলট উচ্চ বিদ্যালয়

নওগাঁর সাপাহারে বরাবরের ন্যায় এবারো এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান দখল করেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়। 

এবার ১৬৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে  ১৬৯ জনই শিক্ষার্থী পাস করেছে। এবং ১৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলায় ১ম স্থান অধিকার করেছে।

অপরদিকে উপজেলার  আল হালাল ইসলামী একাডেমী এন্ড কলেজ থেকে ১৯১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ১৮৮ জন পাস সহ ১১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং ১২৬৯ নম্বর পেয়ে অত্র প্রতিষ্ঠান থেকে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আফসারা তাসনিম অনামিকা। বিষয়গুলো নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির। এ সময় তিনি কৃতকার্য সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সাফল্য কামনা করেন।

শতভাগ পাসের মধ্যে রয়েছে খঞ্জনপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২২ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ২২ জন পাস সহ ০৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, পিছলডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ২০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ২০ জন শিক্ষার্থীই পাস করেছে, কোচকুড়লিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ২৪ পাস সহ ০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ১৮ জনই পাস করেছে, মির্জাপুর জামালপুর উচ্চ বিদ্যালয় থেকে ০৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ০৯ পাস করেছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]