রাণীনগরে মাদক কারবারী গ্রেফতার ৪ হেরোইন উদ্ধার


কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : , আপডেট করা হয়েছে : 11-05-2024

রাণীনগরে মাদক কারবারী গ্রেফতার ৪ হেরোইন উদ্ধার

নওগাঁর রাণীনগরে ৪জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ । এ সময় একজনের কাছে দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার দিনগত রাত ১০টার দিকে উপজেলা সদরের মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ হোসেন (৩৬), নামে এক মাদক কারবারীর কাছ থেকে দুই গ্রাম হেরোইনসহ আটক করা হয়। আটক ফরহাদ উপজেলার বিষ্ণপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে এপর্যন্ত মাদকের আটটি মামলা রয়েছে।

একই রাতে মাদক মামলার পলাতক আসামী উপজেলার লক্ষীকোলা গ্রামের আজিজ সরদারের ছেলে স্বপন সরদার (৪২),জলকৈ গ্রামের ছামছুল আলমের ছেলে আরিফুল ইসলামকে (৪০) গ্রেফতার করা হয়।

অপর এক অভিযানে শনিবার সকালে  মাদক মামলার ওয়রেন্টভূক্ত পলাতক আসামী মালশন গ্রামের মোতাহার আলীর ছেলে মহসিন ইসলামকে (২২) গ্রেফতার করা হয়েছে। 

শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ। তিনি জানান, গ্রেফতার আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শনিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]