হরতাল প্রতিহত করার ঘোষণা আওয়ামী লীগের


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 28-10-2023

হরতাল প্রতিহত করার ঘোষণা আওয়ামী লীগের

বিএনপির ডাকা হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতারা। তারা বলছেন, ২৯ অক্টোবর প্রতিটি পাড়া-মহল্লায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দূর্গ গড়ে তুলে হরতাল প্রতিহত করবে।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে দলটির নেতারা এসব কথা বলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, বিএনপি-জামায়াত আজ আমাদের আঘাত করেছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা রাজপথে নেমেছে। আমরা রোববার পাড়া-মহল্লায় দূর্গ গড়ে তুলব। বিএনপির হরতাল প্রতিহত করা হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, গত ১৫ বছরে আমরা আজকের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি এর আগে আমরা পালন করিনি। আজকে বিএনপি ধ্বংসাত্মক কর্মসূচি পালন করছে। আর আমরা শান্তি সমাবেশ করছি। আগামী ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন হবে। সেদিন মতিঝিলের আরামবাগের সমাবেশও সফল করার আহ্বান জানাই।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে বিএনপির নেতাকর্মীরা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে। পুলিশের ওপর হামলা ও পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে। নির্বাচন বানচাল করতে তারা এসব করছে। বিএনপি রোববার হরতালের ডাক দিয়েছে। সেটি শান্তিপূর্ণ হলে আপত্তি নেই। কিন্তু অশান্তি সৃষ্টি করলে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা তাদের প্রতিহত করব। সংসদ নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকব।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি সন্ত্রাসী দল। তারা তাদের পুরোনো চেহারা জাতির সামনে তুলে ধরেছে। তাদের বিরুদ্ধে খেলা হবে। তাদের নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। এই অস্ত্র ভোতা হয়ে গেছে।

এ সময় রোববার দেশের সব মহানগর, জেলা, থানা ও উপজেলায় শান্তি সমাবেশ করার ঘোষণা দেন তিনি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]