জয়পুুরহাটে গভীর রাতে শীতার্তের গায়ে কম্বল জড়িয়ে দিলেন-পৌর মেয়র মোস্তাক


নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 03-01-2023

জয়পুুরহাটে গভীর রাতে শীতার্তের গায়ে কম্বল জড়িয়ে দিলেন-পৌর মেয়র মোস্তাক

‘বাবারে ঠাণ্ডার মধ্যে বড়ই কষ্ট। ঠাণ্ডার জ্বালায় সারা রাত চোখের পাতা এক করতে পারি না। ভাঙা জানালা দিয়ে শির শির করে আসা বাতাসে গোটা গাও বরফ হয়ে যায়। কম্বলটা দিয়া মোক বাঁচালিন বাবা। বাড়িতে খায়া থাকুক আর না থাকুক শান্তি মতো তো ঘুমাতে পারমু’। 

জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের দেওয়া কম্বল হাতে পেয়ে কথাগুলো বলছিলেন জয়পুরহাট পৌরসভার খনজনপুর মহল্লার অশীতিপর বৃদ্ধ আমেনা বেওয়া। 

কম্বল পেয়ে খুশি হয়ে আদর্শ পাড়া মহল্লার দরিদ্র নারী আকলিমা বেগম বলেন, ‘হামরা গরিব মানুষ বাবা। হামাগেরে এই বিপদে মেয়র মোস্তাক কম্বল দিয়ে সাহায্য করলো। আল্লাহ যেন তার বাল বাচ্চাকে সুখে শান্তিতে রাখে’।

সোমবার (২ জানুয়ারি) দিবাগত গভীর রাতে পৌর শহরের খনজনপুর, তাঁতী পাড়া, আদর্শ পাড়া, শান্তি নগর,পাঁচুর মোড় জিরো পয়েন্টে পাঁচ হাজার কম্বল, এক হাজার শিশুদের জ্যাকেট বিতরণ করেন জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। 

জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান,মানুুষ মানুষের জন্য তাই আমার সাধ্যমত শীতবস্ত্র দিয়ে অসহায় মানুষগুলোর শীত নিবারণের চেষ্টা করছি মাত্র।পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদের এইসব হতদরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]