আহম্মদ মোস্তফা শিমুল : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন শালবাগান এলাকার মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে ডিলারের অজান্তে SHOJUKAR MARKETING & DISTRIBUTION নামক একটি ভূয়া কোম্পানী বিভিন্ন প্রকারের ভেজাল কসমেটিক তৈরি করে। রাজশাহী মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় ডিলারদের মাধ্যমে বাজার জাত করছে এবং রাজশাহী সহ অন্যান্য জেলার নামি দামী মার্কেট ও শপিংমল গুলোতে উচ্চমূল্যে বিক্রয় হচ্ছে যা ব্যবহারে ক্যান্সারসহ গুরুত্বর স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শালবাগান থেকে তাকে আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের দিক নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (ডিবি), মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধানে ডিবির বিশেষ টিম।
উক্ত কোম্পানীর বিপুল পরিমান ভেজাল কসমেটিক সামগ্রী যার বাজার মূল্য-১,৮৭,৪৭৫/- টাকা উদ্ধার করেন এবং কোম্পানীর জিএম কুষ্টিয়া জেলার খোকশা থানার কমলাপুর (দক্ষিণপাড়া) গ্রামের আঃ হান্নানের ছেলে আসামী মোঃ এহেসানুল হক সোহেল (৩৬)কে ঘটনাস্থল হতে আটক করেন। এ সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
রাজশাহীর সময় /এএইচ
Publisher:Md. Abu Hena Mostafa Zaman, Chief Editor Md. Abdul Awal
Editor: Md.masudrana Rabbani, Mobile No: 01711-954647
Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]