বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।
রবিবার (৭ মার্চ) সকাল ৭ টায় ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুরের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সার বোঝাই ট্রাক ও বিপরীতগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাথর বোঝাই ট্রাকের ড্রাইভার নিহত হয়। গুরুতর আহত হয় ২ ট্রাকের দুইজন শ্রমিক।
শেরপুর ফায়ার সার্ভিস কর্মী রতন হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর বর্তমানে স্বাভাবিক রয়েছে।
রাজশাহীর সময় / এফ কে