ক্রীড়া ডেস্ক: সিরিয়া আ’তে দারুণ জয় তুলে নিয়েছে ইন্টার মিলান। অ্যালেক্সিস সানচেজের জোড়া গোলে গতরাতে পারমাকে ২-১ গোলে হারিয়েছে নেরাজ্জুরিরা।
পারমার মাঠে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে ম্যাচের ৫৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় ইন্টার মিলান, গোল করেন অ্যালেক্সিস সানচেজ। ম্যাচের ৬২তম মিনিটে লুকাকুর পাসে ব্যবধান দ্বিগুণ করেন সানচেজই।
ম্যাচের ৭১তম মিনিটে পার্মার হারমানি এক গোল শোধ করেন। তবে তাতে ম্যাচের ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মিলান।
এ জয়ের ফলে লিগের ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার মিলান। ৫৩ নিয়ে দ্বিতীয় স্থানে আছে মিলান।
রাজশাহীর সময় / এফ কে