রাজশাহীর সময় ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বোরো ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ হক (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ মার্চ) সকালে শালবাহান ইউনিয়নের গবরাগছ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ একই এলাকার মৃত ইসমাইল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে নিজের বোরো ক্ষেতে পানি সেচ দিতে যায় জাহিদ। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
রাজশাহীর সময় / এফ কে