আবু হেনা : সিরাজগঞ্জের সলঙ্গায় ৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এস এম রিপন (৩১) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
মঙ্গলবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টায় সলঙ্গা থানার ঘুরকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ৭৭ ইয়াবা ট্যাবলেট, ১টি মোটর সাইকেল , ১টি মোবাইল এবং নগদ ১,৩০০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুরকা পূর্বপাড়া গ্রামের মোঃ আলতাব হোসেনের ছেলে এস এম রিপন।
অভিযান পরিচালনা করেন স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১৪(ক)ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজশাহীর সময় /এএইচ