রাজশাহীর সময় ডেস্ক : সিরাজগঞ্জে ২৪ বোতল ফেন্সিডিল ও ৩৮০ পিস ইয়াবাসহ মো: নুর ইসলাম(৩২) নামের এক মাদক কারবারী গ্রেফতার করেছে র্যাব-১২।
গতকাল সোমবার (২২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টায় রায়গঞ্জ থানার বাশুড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ২৪ বোতল ফেন্সিডিল ও ৩৮০ পিস ইয়াবা ও ২টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন গঙ্গারামপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে মো: নুর ইসলাম।
অভিযানটি পরিচালনা করেন অত্র ব্যাটালিয়নের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(ক) এবং ৩৬(১) এর ১৪(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজশাহীর সময় /এএইচ