তানোর প্রতিনিধি: আসন্ন ৩০ জানুয়ারি মুন্ডুমালা পৌরসভা নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় অবশেষে বহিষ্কার করা হয়েছে মুণ্ডমালা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানকে।
বুধবার (২০ জানুয়ারী) সন্ধ্যায় মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয় লিখিত ভাবে এ বহিষ্কার ঘোষণা করা হয়। জানা গেছে, আসন্ন ৩০জানুয়ারী মুন্ডুমালা পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধ বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করায় তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
মুণ্ডমালা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা ও যুগ্ন সাধারন সম্পাদক ইব্রাহিম হাবিবুল্লাহ'র স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমানকে বহিষ্কার করা হয়।
রাজশাহীর সময় ডট কম –২০ জানুয়ারী ২০২১