রাজশাহীর সময় ডেস্ক : দিনাজপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার রামডুবি ইউনিয়নের দশমাইল এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩৩০ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল, ৫টি সিমকার্ড, ৩টি মেমোরিকার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ধনীগ্রাম এলাকার নান্নু মিয়ার ছেলে সোহানুর রহমান (২০) ও দীপনগর এলাকার মোতালেব হোসেনের ছেলে মুন্না ইসলাম (২০)।
র্যাব নীলফামারী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক হালিউজ্জামান জানান, গ্রেফতার ব্যক্তিরা চিহিৃত মাদক ব্যবসায়ী।
এ ঘটনায় সংশ্লিষ্ঠ থানায় মামলা করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজশাহীর সময় ডট কম – ২৭ নভেম্বর, ২০২০