অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভাতিজার ছোড়া ইটের আঘাতে চাচা সায়েম উদ্দিন (৬৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে উপজেলার উত্তর কান্দাইল কুকিমাদল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সায়েম উদ্দিন উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কান্দাইল কুকিমাদল গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে।
করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাড়ির সীমানা নিয়ে সায়েম উদ্দিনের সঙ্গে তার ভাই ইমাম হোসেনের বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালের দিকে দুই পক্ষের লোকজন ঝগড়ায় জড়িয়ে পড়ে। এ সময় ইমাম হোসেনের ছেলে জজ মিয়ার (৪০) ছোড়া ইট লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সায়েম উদ্দিন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জড়িতদের ধরতে তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহীর সময় /এএইচ