শুক্রবার, ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৬ পূর্বাহ্ন
রাজশাহীর সময় ডেস্ক : চিনা সংস্থা OnePlus খুব শীঘ্রই (১৭ অক্টোবর) বাজারে লঞ্চ করছে OnePlus 6T৷ যেটিকে আবার আমাজন ইন্ডিয়ার মাধ্যমে প্রি-অর্ডার করতে পারবেন ইউজার৷ এমনই জানাচ্ছে রির্পোটের তথ্য৷ যদিও, সংস্থা কোন রকম আনুষ্ঠানিক ঘোষণা করেনি এখনও পর্যন্ত৷ তবে, এখানে থাকছে একটি সুযোগ৷ প্রি-অর্ডার করা সেটগুলির উপর বুলেটস টাইপ-সি (Bullets Type-C) হেডফোন বিনামূল্যে পাবেন ইউজাররা৷
Oneplus 6T এর খবরটি MySmartPriceর মাধ্যমে সামনে আসে৷ শুধু তাই নয়, ক্রেতারা ‘আমাজন পে’মাধ্যমে পেয়ে যাবেন অতিরিক্ত ৫০০ টাকা৷ সেটটি লঞ্চের ঠিক পরেই শুরু হবে প্রি-অর্ডার বুকিংটি, চলবে ৩০ অক্টোবর পর্যন্ত৷ OnePlus 6T শুধুমাত্র OnePlus এর আপগ্রেডেড ভার্সানই নয়৷ বরং, তার থেকে বেশি কিছু৷সূত্র:কলকাতা২৪x৭
রাজশাহীর সময় ডট কম–২৭ অক্টোবর ২০১৮