শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০৬ পূর্বাহ্ন
রাজশাহীর সময় ডেস্ক : বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের বোয়ালকান্দি ব্রিজের নিচ থেকে শুক্রবার সন্ধ্যায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ।
জানা গেছে, উপজেলা খানপুর ইউনিয়নের বোয়ালকান্দি বেইলি ব্রিজের নিচে গত ২-৩ দিন আগে কে বা কারা একটি মেয়ে নবজাতককে ফেলে রেখে চলে যায়। ওই এলাকার লোকজন বিকাল সাড়ে ৪টার দিকে লাশটিকে দেখতে থানা পুলিশকে খবর দেয়। পরে শেরপুর থানার এসআই সাহেব গণি সন্ধ্যায় ওই নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, নবজাতকের লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
রাজশাহীর সময় ডট কম – ৭ ডিসেম্বর, ২০১৮