রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০২:০২ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : গত ২ অক্টোবর সৌদি ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলে হত্যা করা হয়।এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় সহযোগিতার অভিযোগে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্কের একটি আদালত।
জানা গেছে, যুবরাজ সালমানের ঘনিষ্ঠ ওই দুই সহযোগী হলেন-মেজর জেনারেল আহমেদ আল আসিরি এবং সৌদ আল কাহতানি। ধারনা করা হচ্ছে, এই দুই ব্যক্তি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। সূত্র: ওয়াশিংটন পোস্ট
খাশোগি হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সৌদির ওপর তুর্কি সরকারের অব্যাহত চাপের অংশ হিসেবে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রাজশাহীর সময় ডট কম –০৬ ডিসেম্বর ২০১৮